ডেস্ক রিপোর্ট।।
ভারতে এবার মসজিদে মাইক ব্যবহার বন্ধ না করলে মসজিদের সামনে মাইক লাগিয়ে হনুমান চালিসা বাজানো হবে বলে দাবি করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ( এমএনএস ) প্রধান রাজ ঠাকরে। আরটিভি
রাজ ঠাকরে শনিবার (২ এপ্রিল) এক অনুষ্ঠানে রাজ্য সরকারের প্রতি এ দাবি জানান ।
তিনি বলেন, ‘আমি প্রার্থনার বিরুদ্ধে নই, আপনি আপনার বাড়িতে প্রার্থনা করতে পারেন। তবে মসজিদের মাইকগুলো সরানোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি এখন সতর্ক করে বলছি… মাইক সরানো না হলে মসজিদের সামনে মাইক লাগিয়ে হনুমান চালিসা বাজানো হবে।’
রাজ ঠাকরে আরও এরবলেন, ইশ্বরের সঙ্গে কথোপকথনের জন্য মাইকের প্রয়োজন নেই। ধর্মকে বাড়িতে সীমাবদ্ধ রাখা উচিত।
নিরাপত্তার জন্য মুম্বাইয়ের মসজিদ ও মাদরাসা তল্লাশির জন্য পুলিশকে অনুমতি দিতে রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান রাজ ঠাকরে।
এর আগে, হিজাব বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয় বলে রায় দিয়েছেন ভারতের কর্ণাটকের হাইকোর্ট। যা ক্লাসে হিজাব পরার নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের জন্য এটি একটি বিশাল ধাক্কা। নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আদালতে পাঁচটি পিটিশন দায়ের হয়েছিল।
সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া