নিজস্ব প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকির আওতায় বুধবার (১১ মে ) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, সাতক্ষীরা মহোদয়ের সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হাসান এঁর নেতৃত্বে সাতক্ষীরা সদর উপজেলার পুরাতন সাতক্ষীরা ও সুলতানপুর বড় বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয় ।
এ সময় ০২ জন ব্যবসায়ীর কাছ থেকে ৭৫০ লিটার বোতলজাত সয়াবিন তেল আটক করে খুচরা বাজারে বিক্রির ব্যবস্থা করা হয়। অবৈধভাবে বোতলজাত সয়াবিন তেল মজুত করার অপরাধে ওই ব্যবসায়ীদের ১,০০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ক্যাব সাতক্ষীরা শাখা এবং জেলা পুলিশের একটি টিম।
জনাব মোঃ নাজমুল হাসান জানান, জনস্বার্থে তদারকি কার্যক্রম চলমান থাকবে।