নিজস্ব প্রতিনিধি।।
সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাঠ পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক স্বাস্থ মন্ত্রী আ,ফ,ম রুহুল হক এমপি।
এ উপলক্ষে আজ ( ১১ মে ) সাবেক স্বাস্থ মন্ত্রী আ,ফ,ম রুহুল হক এমপি দেবহাটার ঈদগাহ বাজারে আসেন । এসময় তিনি উপস্থিত দলীয় নেতা-কর্মীদের সাথে আগামী নির্বাচন বিষয় নিয়ে কিছু গঠনমূলক আলোচনা করেন এবং ও গরীব অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি,যুগ্ন আহবায়ক আনোয়ারুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন,নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, দেবহাটা কলেজের ছাত্র লীগের সভাপতি আহছানউল্লা কল্লোল প্রমুখ।