1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে ফ্রি-ফায়ার ও পাবজি গেমে দিন দিন বাড়ছে  আসক্তি                                                                                                                - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ আইসিইউতে নুর, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নুরের চিকিৎসায় সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার নুর কে মারপিটের ঘটনায় জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট নূরকে আহত বা বীর মুক্তিযোদ্ধাদেরকে আটকের ঘটনা নব্য ফ্যাসিজমের আস্ফালন রাজধানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-আগুন শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তির চেতনা জাগ্রত করতে দুর্গাপুরে পাঠচক্র ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন,কেউ রুখতে পারবে না : সালাহউদ্দিন আহমেদ সুন্দরবনের নদীতে নামার অপেক্ষায় নৌকা, জাল মেরামতে ব্যস্ত জেলেরা ব্র্যাডম্যানের ১১ টুপির একটি নিলামে উঠল কোটি টাকায়

কুড়িগ্রামে ফ্রি-ফায়ার ও পাবজি গেমে দিন দিন বাড়ছে  আসক্তি                                                                                                               

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২২১ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।

কুড়িগ্রাম জেলার   বিভিন্ন  উপজেলার  শিশু, কিশোর,  তরুণ এমনকি তরুণীরাও স্মার্টফোন আর অনলাইন ভিত্তিক  গেম  ফ্রি-ফায়ার ও পাবজিতে দিন দিন  আসক্ত হয়ে পড়ছে।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শিশু, কিশোর তরুণ  এবং তরুণরীরাও বিভিন্ন স্কুল ও কলেজের মাঠ, ফাঁকা জায়গাতে বসে  মোবাইলে খেলছে।  এক তরুণীর সাথে কথা হলে তিনি নাম জানাতে অস্বীকার করে বলেন  এইটা আমার  ফোননা  আমার  বন্ধুর ফোন তার কাছ থেকে একটু নিলাম খেলতে। 

প্রসঙ্গত, ফ্রি-ফায়ার ও পাবজি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অনলাইন গেম। মোবাইল এবং কম্পিউটার দুটোতেই খেলা যায় এই গেম। তবে ফ্রি-ফায়ার কম্পিউটার ভার্সন থেকে মোবাইল ভার্সনটিই বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আর এটিতে বেশি আসক্তি হয়েছে শিশু, কিশোর, তরুণ এমনকি তরুণীরাও ।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অনলাইন গেমকে, মুঠোফোন, কম্পিউটার বা ভিডিও গেমের ক্ষতিকর ব্যবহারকে রোগ হিসেবে চিহ্নিত করেছে।

সচেতন মহল বলছেন, এসব গেম আসক্তির কারণে শিশু কিশোর ও তরুণরা পারিবারিক সামাজিক অবস্থান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। সাথে পড়াশোনা থেকেও তাদের মনোযোগ কমছে।  এই  গেমগুলো  মানসিক রোগের কারণও হতে পারে। শারীরিক মানসিক রোগের সাথে এই গেমটি একজন শিশু,  কিশোর কিংবা তরুণীনের   উপর সামাজিক মূল্যবোধের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে।

গেমটি যেহেতু একটি জায়গাতেই আটকে থেকে খেলতে হয়। তাই, এই গেম খেলা মানুষটি সামাজিক ভাবে খুব বেশি সংযুক্ত থাকতে পারে না। আর এই কারণে সামাজিক মূল্যবোধের সাথে সমাজের আচার ব্যবহার থেকেও ধীরে ধীরে দূরে সরে যেতে হয় সেই মানুষটিকে। এই গেমটি অতিরিক্ত খেলার কারণে চোখের সমস্যাও হতে পারে। আর সেই সাথে দেখা দেয় ঘুমের ঘাটতিও। কম্পিউটার কিংবা মোবাইলের স্ক্রিনে বেশি সময় ধরে তাকিয়ে থাকার কারণে চোখের ক্ষতি হতে পারে। আর চোখের সমস্যার সাথে ঘুমেরও ঘাটতি দেখা দেয় তাদের মধ্যে।  অবিভাবকরা   অনলাইন গেম সম্পর্কে ঠিকমতো ধারণা না থাকায়  সন্তানের ঠিকমতো খোঁজখবর রাখতে পারেন না। এ ক্ষেত্রে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিশেষ করে অভিভাবকদের ছেলেমেয়েদের বিষয়ে সচেতন থাকা জরুরি। 

কুড়িগ্রাম সদর  থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান ,  এই গেম থেকে ছেলে মেয়েদেরকে সরাতে হলে    অভিভাবকসহ  সমাজের সবাই মিলে এ বিষয়ে তদারকি  করতে হবে। না করলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়ঙ্কর হতে পারে। তাই সবাইকে সচেতন হওয়া জরুরি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews