শৈলকুপা প্রতিনিধি।।
রোববার রাতে অসুস্থতা জনিত কারনে শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার শেফালী বেগম ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি —রাজিউন)। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
শিকদার শেফালী বেগম শৈলকুপা বর্ষিয়ান নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শিকদার মোশারফ হোসেনের সহধর্মিনী ছিলেন।
২০২১ সালের ৪ নভেম্বর স্বামীর মৃত্যুতে শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হলে উপনির্বাচনে তিনি বিপুল ভোটে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। শিকদার শেফালী বেগম এর মৃত্যুতে তার পরিবার ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইদহ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল হাই শেফালী বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
«