এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৪১ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১৭ মে মঙ্গলবার সকাল ১১ টায় ফুলবাড়ি উপজেলার বাংলাদেশ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের অংশগ্রহণে একটি শোভাযাত্রা ফুলবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে তিনকোনা মোড়ে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন,উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ হারুন, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন বক্তব্য রাখেন।
এসময় নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসেন আলী, বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু সহ আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।