তারিম আহমেদ ইমন, নওয়াপাড়া (যশোর)।।
যশোর-৪ আসনের এমপি রণজিৎ কুমার রায় অভয়নগরের অবহেলিত জনপদ বলারাবাদ গ্রামে যাওয়ার একমাত্র রাস্তাটি আগামী বর্ষা মৌসুমের আগেই সংস্কারের নির্দেশ দিয়েছেন।
শুক্রবার( ২০ মে ) বিকালে তিনি অবহেলিত এই গ্রামটি পরিদর্শণকালে উপজেলা প্রশাসনের দুই কর্মকর্তাকে মোবাইল ফোনের মাধ্যমে এমনই নির্দেশনা দেন। তাছাড়া তিনি ব্যক্তিগত তহবিল থেকে অবহেলিত এই গ্রামের উন্নয়নে আরও কিছু করার উদ্যোগের কথা জানান।
বলারাবাদে গ্রামে যাওয়ার একমাত্র রাস্তাটি পরিদর্শণকালে উপস্থিত ছিলেন, চলিশিয়া ইউপি চেয়ারম্যান সানা আবদুল মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন তরফদার ও কামরুজ্জামান মজুমদার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শফিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম মজুমদার, সাংবাদিক কামরুল হাসান, স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম মোস্তফা তরফদার প্রমুখ।