গোলাম কবির হিমেল।।
দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে ফের আয়োজিত হতে চলেছে ‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট-২০২২’। করোনার ধাক্কা সামলে দুই বছর পর ফের মাঠে গড়াতে যাচ্ছে উত্তেজনার পারদ সৃষ্টিকারী এই ক্রিকেট টুর্নামেন্টটি। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামী ২৮ মে থেকে ২ জুন পর্যন্ত আয়োজিত হবে ৩২টি বিশ্ববিদ্যালয় দলের এই টুর্নামেন্ট।
উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) রিদওয়ান রাকিবকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে। বাকি সদস্যরা হলেন রতন মিয়া (সহ-অধিনায়ক), মেহেদী হাসান, কামরুজ্জামান তন্ময়,মোঃ শহিদুল ইসলাম সোহাগ,পুলক ভূইয়া,ফাহিম আহমেদ,তনয় দেবনাথ, রাসেল আহমেদ, রিশাদ আহমেদ রিফাত, সোহাগ আহমেদ হৃদয়, মিনারুল ইসলাম, সাবাহ করিম ইয়ামিন এবং ফারহান।
দলের কোচ হিসেবে রয়েছেন অনুপ কুমার, সহকারী কোচ স্বপন বাবু এবং ম্যানেজার মাহমুদ পারভেজ।