বাঘারপাড়া প্রতিনিধি।।
বাঘারপাড়ায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাফফিলের আয়োজন করা হয়।
বাঘারপাড়ার মহিরানে ইঞ্জিনিয়ার টি,এস,আয়ুবের বাসভবনের দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক শামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষকদলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি,এস,আয়ুব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ুর রহমান, পৌর বিএনপির আহ্ববায়ক ও বাঘারপাড়ার সাবেক পৌরমেয়র আব্দুল হাই মনা , যুগ্ম আহবায়ক তানিয়া রহমান সুমি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সদর উদ্দিনসহ উপজেলা বিএনপি ,পৌর বিএনপি,যুবদল,ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার টি,এস,আয়ুব,মাসুদ আলম টিপু,নাজমুল আলম মামুন শের, আনিসুর রহমান, হাফিজুর রহমান, বিল্লাল হোসেন, ইখলাস হোসেন প্রমুখ।