1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি’র (মার্কসবাদী) সভাপতি তুষার কান্তি দাস, সম্পাদক ইকবাল কবির জাহিদ - টেলিগ্রাফ বাংলাদেশ
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় শিশু ধর্ষনে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর ও আগুন দিলো ক্ষুব্ধ জনতা কালীগঞ্জে পরিষদে ৩ যুবককে পেটানো চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন বাঘারপাড়ায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিচার শুরুর আগেই না ফেরার দেশে মাগুরায় ধর্ষিতা সেই শিশুটি চট্টগ্রামে বাস চাপায় অটোরিকশার ভাই-বোনসহ তিনজন নিহত মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার গভীর প্রকাশ মাগুরার নির্যাতিত শিশুটি আর নেই আড়াইহাজারে ইউপি চেয়ারম্যানের ১৪ হাজার কোটি টাকার লেনদেন, দুদকের মামলা স্পর্শিয়ার প্রেমে পড়েছেন এক সাথে দুই ভাই !

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি’র (মার্কসবাদী) সভাপতি তুষার কান্তি দাস, সম্পাদক ইকবাল কবির জাহিদ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৮০ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ।।

২১ সদস্য বিশিষ্ঠ কমিটিতে কমরেড তুষার কান্তি দাসকে সভাপতি ও ইকবাল কবির জাহিদকে সাধারণ সম্পাদক করে শেষ হলো যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি’র (মার্কসবাদী) দু’দিনব্যাপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলন।

উপজেলার জামদিয়া ইউনিয়নে তেভাগা আন্দোলনের পূণ্যভূমিখ্যাত কমরেড অমল সেনের স্মৃতি বিজড়িত বাকড়ী
বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন পার্টি’র ভারপ্রাপ্ত সভাপতি তুষার কান্তি দাস। এ দিন আমন্ত্রিত অতিথি ছিলেন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ’র সম্পাদক মন্ডলীর সদস্য মোশারফ হোসেন নান্নু।

সম্মেলন সূত্রে জানা যায়, গত ২ জুন প্রথম দিনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৬০ জন পার্টি সভ্য’র উপস্থিতিতে বাংলাদেশের কমিউনিস্ট লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যৌথ খসড়া ঘোষণাপত্র পাঠ করেন কমরেড ইকবাল কবির জাহিদ। শেষ দিন (৩ জুন) সেই খসড়া ঘোষণা পত্রের উপর বিস্তারিত আলোচনা করেন এবং সংশোধন করে তা চুড়ান্ত করেন সম্মলনে উপস্থিত সভ্যরা। এরপর সিদ্ধান্ত হয় আগামি ১১ ও ১২ আগষ্ট সম্ভাব্য স্থানে দুই পার্টির ঐক্য কংগ্রেস অনুষ্ঠিত হবে।

এ সময় খসড়া দলিলের উপর আলোচনা করেন, বর্তমান কেন্দ্রীয় সভাপতি তুষার কান্তি দাস, সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় সদস্য অনিল বিশ্বাস, জাকির হোসেন হবি, গাজি আব্দুল হামিদ, অধ্যাপক ইসরারুল হক, অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, মোজাম্মেল হক, তারাপদ রায়, খুলনা জেলা কমিটির সভাপতি গাজি নওশের, যশোর সভাপতি নাজিম উদ্দিন, মাগুরা সভাপতি কাজী নজরুল ইসলাম, ঝিনাইদহ সভাপতি মোফাজুল হোসেন মঞ্জু, সিলেট সভাপতি বিধান দাস, চুয়াডাঙ্গা সম্পাদক আলাউদ্দিন ওমর, নারী নেত্রী সখিনা বেগম দীপ্তি, ভবদহ আন্দোলনের আহ্বায়ক কমরেড রনজিত বাওয়ালী, চৈতন্য পাল প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews