এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম।।
বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত কর্মসূচির শুরুতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহনে একটি বিক্ষোভ মিছিল ফুলবাড়ী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুলের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, কুড়িগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা যুবলীগের সহসভাপতি মিজানুর রহমান বকসী, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সভাপতি তৌকির হাসান তমাল, সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন বক্তব্য রাখেন।