বাঘারপাড়া প্রতিনিধি।।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামাতের কটূক্তিমূলক বক্তব্য, হত্যার হুমকি এবং সন্ত্রাস নৈরাজ্য প্রতিহত করার লক্ষ্যে যশোরের বাঘারপাড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর উদ্যোগে ও উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
রোববার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী।
পরে আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন।
বক্তব্য রাখেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা হাসান আলী,পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক মাশরুল আলম,একই কমিটির যুগ্ম আহবায়ক শেখ পলাশ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল কাদের, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাসান, ছাত্রলীগ নেতা লিটন হাসান, মো.ওবায়দুল্যাহ, আসিব হোসেন, ইলিয়াস হোসেন, আম্মান আবির, লিয়ন হাসান, সাব্বির হাসান, পাপন রহমান রাকিব, রানা আহমেদ, ইমরান হোসেন প্রমুখ।