রাজেশ গৌড়।। আগামী ১০ জুন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন দুর্গাপুর উপজেলা শাখার সাধারন নির্বাচন। ওই নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা সুকুমার সাংমা চেয়ারম্যান পদে ও সাধারন সম্পাদক পদে অবিনাশ বাজী নির্বাচন করছেন ।
এ প্যানেলের অন্যান্যরা হলেন ভাইস চেয়ারম্যান লিয়া রিচিল, অমৃত নংমিন, সচিন্দ্র আসাক্রা, জয়েন সেক্রেটারী লিটন রুরাম, লিনা রেমা, সাংগঠনিক সম্পাদক সমর পাঠাং, খোকন বিশ্বাস, কোষাধ্যক্ষ মিত্রা কুবি, প্রচার সম্পাদক দিব্র পাঠাং, প্রানতোষ রিছিল, শিক্ষা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ড মিনিক রুরাম, কার্যকরী সদস্য সুধীন্দ্র রুরাম, বিদ্যামিন সাংমা, বেলুম রুরাম, বেনসিং নকরেক, সুমন্ত আরেং, বিউলা রাংসা,পূর্নিমা হাজং, শিবানী রানী সরকার।
নির্বাচনে এ প্যানেলের সাথে ছাতা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন চেয়ারম্যান পদে সাইমুন তজু ও সাধারন সম্পাদক পদে মনতোষ রিছিল। শুক্রবার(১০জুন) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরিশিরি,মাধবপুর ও বারমারী এ ৩ কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ২৭৩৭ জন।
চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সুকুমার সাংমা বলেন, ১০ জুন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন নির্বাচনে আপনারা আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে এসোসিয়েশনের উন্নয়ন করার আমাকে সুযোগ দেন।আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই।