রাজেশ গৌড়
নেত্রকোনার দুর্গাপুরে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন উপজেলা শাখার সাধারন নির্বাচন চলছে। ওই নির্বাচনে ফুটবল প্রতীকে বীর মুক্তিযোদ্ধা সুকুমার সাংমা চেয়ারম্যান পদে ও সাধারন সম্পাদক পদে অবিনাশ বাজী প্যানেললের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাতা প্রতীকে সাইমুন তজু ও মনতোষ রিছিল প্যানেল।
শুক্রবার সকাল ৮ টা থেকে শুরু হয়েছে শেষ হবে বিকেল ৪টায়। বিরিশিরি,মাধবপুর ও বারমারী এ ৩ কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মোট ভোটার ২৭৩৭ জন।
আইন-শৃঙ্খলা রক্ষায় নির্বাচনে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।