বাঘারপাড়া প্রতিনিধি।। ভারতে নবী মোহাম্মদুর রসুলুল্লাহ (সঃ) ও উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) কে নিয়ে বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন জিনদালের কুরুচিপুর্ণ মন্তব্যের প্রতিবাদে শনিবার বাঘারপাড়া উপজেলা হেফাজত ইসলাম এর আয়োজনে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা শেষে বিশাল মিছিল বের হয়। সমাবেশে মুফতি মাসুম বিল্লাহ.র সভাতিত্বে বক্তব্য রাখেন হাফেজ ইদ্রীস আলী,হাফেজ সালাউদ্দীন,মুফতি মাসুদুর রহমান,মাওঃ মুত্তাকী বিল্লাহ, মহিবুল্লাহ হাবিবি,মাওঃ কামরুজ্জামান,মাওঃ আব্দুর রশিদ, মুফতি আব্দুল জলিল, শরিফুল ইসলাম,মনিরুল ইসলাম,মাওঃ আনিছুর রহমান,আব্দুর রহিম,মুফতি সাইদুল ইসলাম,নাজমুস সাদাত,মাওঃ আব্দুল তালহা, আবুজর, যায়েদ, হাফেজ আকরাম হোসেন,মাওঃ ফয়সাল আহম্মদ,মুফতি মহিবুল্লাহ,মাওঃ উবায়দুর রহমান,মাওঃ আশরাফুল ইসলাম প্রমুখ।
বক্তারা নবীর দূশমন বিজেপির মুখপাত্র নুপুর শর্মার শাস্তি ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি নিন্দা বার্তা পাঠানোর দাবী জানান। আলোচনা সভাশেষে বিশাল মিছিল উপজেলা চৌরাস্তার মেইন মেইন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন।