বাঘারপাড়া প্রতিনিধি।।
যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেছেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের কল্যাণে কাজ করছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিতে হবে।
আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান সরদার, বীরমুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, শচিন্দ্র নাথ বিশ্বাস, গোলাম সরোয়ার, ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, আমিনুর রহমান সরদার, মিজানুর রহমান, যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন, মহিলা লীগ নেত্রী জাকিয়া সুলতানা, যুব মহিলা লীগের আহবায়ক সালমা খাতুন, যুগ্ম আহবায়ক রণি ভৌমিক, স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক নেতা রজিবুল ইসলাম, টিপু সুলতান প্রমুখ।