ডেস্ক রিপোর্ট।।
হজ করতে গিয়ে এপর্যন্ত সৌদি আরবের পবিত্র মক্কা ও পবিত্র মদিনায় ৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
এদের মধ্যে পাঁচ জন পুরুষ, দুজন নারী হজযাত্রী রয়েছে।পবিত্র মক্কায় পাঁচ জন এবং পবিত্র মদিনায় দুইজন হজযাত্রী মৃত্যুবরণ করেন ।
গতকাল মঙ্গলবার মক্কায় অবস্থান করা বাংলাদেশি হজযাত্রী আবদুল গফুর মিয়া ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি—-রাজউন)।
মৃত হাজী আবদুল গফুর মিয়া টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বাসিন্দা।তার পাসপোর্ট নম্বর—BY 0062202।