ডুমুরিয়া প্রতিনিধি।।
স্ত্রীর সাথে ঝগড়াকে কেন্দ্র করে ক্রোধের মাথায় আড়াই বছরের শিশু কণ্যাকে ঘরের মেঝেতে আছাড় দিয়ে হত্যা করেছে পাষন্ড বাবা। বুধবার দিবাগত রাত রাত সোয়া ১২টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া আবাসন এলাকায় হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে ।
নিহত শিশু তামিমা(২-৬মাস) খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া আবাসন এলাকার উজ্জ্বল সরদারের কন্যা। শিশুটির ঘাতক বাবা উজ্জ্বল সরদার কে আটক করেছে পুলিশ । অভিযুক্ত উজ্জল এলাকার সামাদ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পরিবার পরিজন নিয়ে ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া-আবাসন এলাকায় বসবাস কারি উজ্জ্বল সরদার বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে উজ্জ্বল সরদার ক্রোধান্বিত হয়ে স্ত্রীর কোলে থাকা আড়াই বছরের নিজ শিশু কণ্যা তামিমাকে কেড়ে নিয়ে ঘরের পাকা মেঝেতে সজোরে আছাড় মারেন। এতে শিশুটির মাথার বাম দিকে ও বাম হাতে গুরুতর আঘাত পায়।
এ ঘটনা জানতে পেরে প্রতিবেশিরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করে।সেখানে শিশুটির অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ ওসি শেখ কনি মিয়া জানান, শিশুটির পিতাকে আটক করা হয়েছে। এব্যাপারে এখনও পর্যন্ত মামলা হয়নি।