নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।।
শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের মৃত্যুতে অভয়নগর উপজেলা আওয়ামীলীগ গভীর শোক প্রকাশ করেছে।
রোববার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহসভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর ও যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত’র লিখিত বক্তব্যে শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নুরুজ্জামানের মৃত্যুতে অভয়নগর উপজেলা আওয়ামীলীগ গভীর শোক প্রকাশ করছে এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।