বাঘারপাড়া প্রতিনিধি।।
সকল ধরনের জ্বালানী তেল, গ্যাস, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্য মূল্যের উর্দ্ধগতি ,বিদ্যুতের অসহনীয় লোডশেডিং এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত নূরে আলম ও আব্দুর রহিম হত্যা ও ইঞ্জিনিয়ার টিএস আয়ুবের মুক্তির দাবীসহ দেশব্যাপী বিএনপি নেতা কর্মীদের উপর নির্যাতন, সকল নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাঘারপাড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বাঘারপাড়া উপজেলা বিএনপির আহব্বায়ক শামসুর রহমানের সভাপতিত্বে বাঘারপাড়া পৌর বিএনপির যুগ্ন অহব্বায়ক মাসুদ আলম টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের স্ত্রী নার্গিস বেগম,সদস্য সচিব এ্যাড সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য মারুফুল ইসলাম, কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, বিএনপি নেতা শাহজালাল, আলাউদ্দিন, রেজাউল ইসলাম কামাল, আলতাফ হোসেন।এ সময় উপজেলা বিএনপির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহব্বায়ক মশিয়ার রহমান,উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক আব্দুস সালাম সৌদ, উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক আনিসুর রহমান, বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুল হাই মনা, বাঘারপাড়া পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মেহেদী খন্দকার,উপজেলা যুবদলের আহব্বায়ক এখলাজ উদ্দিন, হিরু আহম্মেদ, ছাত্রদল নেতা মেফতা উদ্দীন শিকদার, নাফিজ উদ্দিন ইছা,পারভেজ আহম্মেদ প্রমুখ এসময় বক্তারা প্রতিবাদ ও নিন্দা জানান।