বুটেক্স প্রতিনিধি ।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বুটেক্সসাস) এর কার্যকরী পরিষদ নির্বাচন ২০২২-২৩ এ সভাপতি ফরমান হোসেন( ডেইলি বাংলাদেশ) ও সাধারণ সম্পাদক পদে মিনহাজ উল ইসলাম অপি (ডেইলি ক্যাম্পাস) নির্বাচিত হয়েছে।
ফরমান হোসেন বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ও মিনহাজ উল ইসলাম ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৪ তম ব্যাচের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বারোটা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার ড. মো. রিয়াজুল ইসলাম এবং দুজন সহকারী নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে সুষ্ঠু, নিরপেক্ষ পরিবেশে ভোটের আয়োজন করা হয়।
এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাজ্জাতুল ইসলাম শামিম, যুগ্ন-সাধারন সম্পাদক মাহবুব আলম রিয়াজ (দৈনিক কালবেলা) , দপ্তর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাসনীম হাসনাইন রায়হান(দৈনিক অধিকার), অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহিল কাফি(ভার্সিটি ভয়েস) ও কার্যকরী সদস্য রফিকুল ইসলাম(প্রজন্ম নিউজ)।
বৃহস্পতিবার দুপুর দুইটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড.রিয়াজুল ইসলাম। এর আগে, আজ সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বুটেক্স সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোট প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিগত কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্বপালন করেন মেহেদী হাসান ও রফিকুল ইসলাম।
এসময় সহকারী নির্বাচন কমিশনার, ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রুবেল খান, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইমরান হোসেন এবং নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. শাহ আলিমুজ্জামান বিলাল।
অনুষ্ঠানে সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মইনুল হোসেন সোহেল। তিনি বলেন, “সাংবাদিকতা শেখার সবচেয়ে আদর্শ জায়গা ক্যাম্পাস সাংবাদিকতা”। তিনি এসময় বুটেক্স সাংবাদিক সমিতির ভূয়সী প্রশংসা করেন।
নির্বাচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরী মজুমদার ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির।