এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।
আগামী ২ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে আগমন উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগ পরিবার স্বাগতম জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার(২৭ জুলাই) দুপুর ১২ টায় কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে মিছিল টি বের হয়ে শহরস্থ এলাকায় প্রদক্ষিণ করে কলেজে এসে সমাপ্ত করেন। মিছিলে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন বিভাগের শ’ শ’ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সহসভাপতি কামরুজ্জামান কাজল, সাধারণ সম্পাদক সোলায়মান গাদ্দাফি প্রমূখ।