ফিলিন্তিনের অবরুদ্ধ গাজায় মসজিদ, স্কুল, ত্রাণ সংস্থার খাদ্য গুদামসহ নির্বিচারে হামল করেছে ইসরায়েল। শনিবার গাজাভিত্তিক এনডাউমেন্টস অ্যান্ড রিলিজিয়াস অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এসব তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহে ইসরায়েল ২৬টি মসজিদ গুড়িয়ে দিয়েছে গাজার।
মন্ত্রণালয় জানিয়েছে, গাজার বেশিরভাগ এলাকায় ইসরায়েল বিমান হামলায় আরো অনেক মসজিদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার ওপর আগ্রাসন বন্ধ করতে এবং ইসরায়েলকে বেসামরিক মানুষ, মসজিদ এবং গির্জায় অপরাধমূলক আচরণে দায়বদ্ধ করার এবং তাদের বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ নিতে বিশ্ববাসীর প্রতি আহবান জানিয়েছে গাজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইসরায়েলের হামলায় বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। প্রতিদিনই মৃত্যু, আহত এবং বাস্তুচ্যুতির সংখ্যা বাড়ছে। এমন ভয়াবহ অবস্থার মধ্যে আরও প্রকট সংকটের মুখে পড়তে পারে গাজাবাসী। ইসরায়েলের হামলায় গাজায় প্রায় সাড়ে চার হাজার মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ।