পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদে মুসলমানদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরাইলি পুলিশ। জানা গেছে, সেখানে ইহুদিদের প্রার্থনা করার সুযোগ করে দেয়া হচ্ছে।আল-আকসা মসজিদের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াক্ফ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনির বার্তা সংস্থা ওয়াফা।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল থেকে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শুধু ইহুদিরা প্রবেশ করছেন। সেখানে ইহুদিদের প্রার্থনা করার সুযোগ দিয়েছে ইসরাইলি পুলিশ।
ওয়াফার প্রতিবেদনে আরও বলা হয়, আল-আকসা মসজিদ মুসলমানদের কাছে পবিত্র একটি স্থান। সেখানে শুধু তারাই নামাজ আদায় করেন। কিন্তু নিয়ম ভঙ্গ করে সেখানে ইহুদিরা প্রার্থনা করেছেন।
এদিকে, ইসরাইলি বিমান হামলায় মঙ্গলবার পর্যন্ত আগের ২৪ ঘন্টায় আরও ৭০৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ইসরাইলের হামলায় গাজায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৭৯১ জন। আহত হয়েছেন ১৬ হাজার ২৮৭ জন। এছাড়াও পশ্চিম তীরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ জনে, আহত হয়েছেন ১ হাজার ৮২৮ জন।
অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন ১ হাজার ৪০৫ জন। আর আহত হয়েছেন ৫ হাজার ৪৩১ জন। সময় নিউজ