রাশিয়ায় এক বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৮ জন শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনাটি সোমবার স্থানীয় সময় সকালে রাশিয়ার পার্ম স্টেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্স ও রাশিয়ার টেলিভিশন চ্যানেলে প্রচারিত খবরে জানা যায়, বদুকধারী পায়ে হেঁটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে গুলি ছুড়তে শুরু করে। প্রাণভয়ে এসময় অনেকে ক্লাশ রুমের জানালা দিয়ে লাফিয়ে পড়ে। শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাঁচার চেষ্টা করেন।
পুলিশ এক হামলাকারিকে আতক করতে সমর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাশরুমে এসময় প্রায় ৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
সামাজিক যোগাযোগ মাধযমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে হামলাকারীদের হাত থেকে শিক্ষার্থীরা জানালা দিয়ে লাফিয়ে পড়ছে। রাশিয়ার টেলিভিশনে এ ফূটেজ প্রচারিত হয়েছে।
পার্ম স্টেট বিশ্ববিদ্যালয় প্রফেসর পেচিশচেফ বলেন, তিনি শিক্ষার্থীদের জানালা দিয়ে লাফিয়ে পড়তে দেখেছেন। তিনি বলেন, একজন শিক্ষার্থী আমাকে গুলির কথা বলে এবং আমি গুলির শব্দ শুনতে পাই। সবাই যে যেদিকে পারে ছুটতে শুরু করে। আমি দ্বিতীয় ভবনে আমার ক্লাসের দিকে যাই।
নিরাপত্তা কর্মীরা সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ১০ টি ভবন এবং ভবনে প্রবেশ পথ বন্ধ করে দেয়।
পার্ম স্টেট বিশ্ববিদ্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় শিক্ষার্থিরা যে ভবনে এবং যে ক্লাশরুমে আছে তার বাইরে বের হতে নিষেধ করা হয়।