বাঘারপাড়া প্রতিনিধি। বাঘারপাড়ায় লেপ তোষকের দোকান পুড়ে ছাই। গতকাল রাত ১১টা ১০ মিনিটে হঠাৎ করেই এই আগুন দেখতে পায় পথচারিরা। চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ৫মিনিটের মধ্যে সাইরান বাজিঁয়ে ছুটে আসে বাঘারপাড়া ফায়ার সার্ভিসের টিম । তারা ৫ মিনিটের ব্যবধানে আগুন
নিয়ন্ত্রণে নিয়ে আসলেও ততোক্ষণে প্রায় সাড়ে ৪ লাখ টাকার লেপ,তোষক ও তুলা পুড়ে শেষ হয়ে গেছে।
আগুন লাগার ঘটনাটি ঘটেছে বাঘারপাড়া হাসপাতালের দক্ষিনে বর্ণময় প্রাইমারি স্কুলের ও দক্ষিন পাশে লিটু লেপ
তোষকের দোকানে। দোকান মালিক লিটু এই প্রতিনিধিকে বলেন, প্রতিদিনের মতো আজও দোকান বন্ধ করে রেখে গেছি, কিন্তু কোথা থেকে কি হয়ে গেলো কিছুই বুঝে উঠতে পারছিনা, কি ভাবে আগুন গেলেছে তাও বুঝতে পারছিনা। তবে খতির পরিমান জানতে চাইলে দোকান মালিক লিটু বলেন আনুমানিক সাড়ে ৪ লাখ টাকার মতো হবে।