1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
গাজার ধ্বংসাবশেষ সরাতে সময় লাগবে ১৪ বছর - Bdtelegraph24 | বাংলা
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপুল ফারাজীর মোটরসাইকেল প্রতীকে মুক্তিযোদ্ধাদের সমর্থন  অভয়নগরে দুদক কর্তৃক সততা স্টোরের অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে ৫০ অধ্যাপক গ্রেফতার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন দেশের তাপমাত্রা বৃদ্ধি হতে পারে যশোর বোর্ডে খুলনার ১০টি জেলার মধ্যে সাতক্ষীরা প্রথম দেবহাটায় ২৫০ কেজি হিমসাগর আম জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা অস্তিত্ব রক্ষায় ইরানের পারমাণবিক বোমা বানানো ছাড়া কোনও উপায় থাকবে না- কামাল খারাজি এসএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষে যশোর বোর্ড শাশুড়ীকে ভরনপোষণ দিতে বলায় মেরে বৌদির নাক ফাটিয়ে দিল দেবর

গাজার ধ্বংসাবশেষ সরাতে সময় লাগবে ১৪ বছর

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৯ শেয়ার হয়েছে
ছবি- সংগৃহীত

জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের একজন সিনিয়র কর্মকর্তা শুক্রবার বলেছেন, গাজায় একসময় যুদ্ধ থেমে গেলে সেখান থেকে প্রায় তিন কোটি ৭০ লাখ টন ধ্বংসাবশেষ সরাতে ১৪ বছর সময় লাগবে।

পেহর লোধাম্মার নামের ওই কর্মকর্তা ইরাকের মতো বিভিন্ন দেশে মাইন কর্মসূচি পরিচালনা করছেন।
তিনি আরো বলেছেন, ধ্বংসাবশেষের ভেতর থাকা অবিস্ফারিত গোলা বারুদ পরিচ্ছন্নতার কাজকে জটিল করে তুলবে।
লোধাম্মার বলেন, গাজায় ফেলা গোলাবারুদের মধ্যে এখনও কী পরিমাণ অবিস্ফারিত রয়ে গেছে তা বলা অসম্ভব। তবে ধ্বংসাবশেষের পরিমাণ আনুমানিক তিন কোটি ৭০ লাখ টন অর্থাৎ প্রতি বর্গমিটারে তিনশ’ কিলো ধ্বংসাবশেষ রয়েছে।

আর একশ’ ট্রাকের আনুমানিক একটি সংখ্যা দিয়ে এর পরিষ্কার কাজ শুরু করলে শেষ হতে ১৪ বছর সময় লাগবে।
জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের ২০২৩ সালের বার্ষিক রিপোর্ট প্রকাশকালে লোধাম্মার এসব কথা বলেন।
উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলীকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে। এখনও তাদের কাছে ১৫০ জিম্মি আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় ৩৪ হাজার ৩৫৬ ফিলিস্তিনী বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2022
Theme Customized By BreakingNews