1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলছে - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজার উদ্দেশ্যে বিশ্বের বৃহত্তম নৌবহরের যাত্রা শুরু অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ফেনী শিক্ষার্থী নিহত গত ৩০ দিনে দেশে রেমিট্যান্সের পরিমাণ কত? গোবিপ্রবি ও দক্ষিণ কোরিয়ার সানচোন ন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর নেত্রকোণায় বিএনপি নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা,পাল্টা হামলায় নিহত আরো ২ দৌলতপুরের ১৯৪ শিক্ষার্থী ২০২২ সালে বৃত্তি পেলেও এখনও বৃত্তির অর্থ পায়নি! বুটেক্সের আবাসিক হলগুলোতে আয়োজিত হলো হল ফেস্ট-২০২৫ চবি শিক্ষার্থীদের ওপর হামলায় প্রক্টরসহ আহত ৩০ নেত্রকোণা জেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি আনোয়ারুল, সাধারণ সম্পাদক হিলালী বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলছে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৯৭ জন খবরটি পড়েছেন

সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), হাইকোর্ট ও সিএমএম কোর্টে বিক্ষোভ চলছে। সিলেট, খুলনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। সূত্র : চ্যানেল ২৪

দিনাজপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে কর্মসূচি পালন করেছে ছাত্র-ছাত্রীরা। বুধবার দুপুর ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে যোগ দেয় তাদের অভিভাবকরাও। ছাত্র-ছাত্রীরা শ্লোগান দেয়া শুরু করলে সেখান থেকে কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। বাকিদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়। সূত্র : যমুনা টিভি

সিলেটে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুরে বিভিন্ন দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি শুরু হয়। একপর্যায়ে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর সুবিদবাজার পৌঁছালে তাদের পথরোধ করে পুলিশ। এ সময় শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে টিয়ারশেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। পরে পুলিশকে লক্ষ্যে করে ইট-পাটকেল ছোঁড়ে শিক্ষার্থীরা। সূত্র : সময় টিভি

চট্টগ্রামে শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা। সকাল থেকে আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের সামনে যেতে বাধা দেয়। পরে আইনজীবীদের সহায়তায় আদালত ভবনের সামনে যান তারা। সেখানে দাড়িয়ে প্রতিবাদ করেন শিক্ষার্থী ও আইনজীবীরা।কর্মসূচি থেকে হামলার বিচার ও হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবি জানানো হয়। সূত্র : ঢাকা পোস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকেরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাঁরা সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১০ দফা দাবির কথা জানিয়েছেন।

অপরদিকে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের ৯ দফার প্রতি সমর্থন জানিয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ক্যাম্পাসে মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে। ৯ দফা না মানা হলে তারা সরকারের পদত্যাগের এক দফা দাবি জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। সূত্র: প্রথম আলো

ময়মনসিংহেও মার্চ ফর জাস্টিস র্কমসূচি পালন করেেছ বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। সকাল সোয়া ১১টার দিকে শহরের জিরো পয়েন্ট এলাকায় চিফ জুডিশিয়িাল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে জড়ো হয় তারা। সেখানে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ করে তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি টাউনহল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।

টাঙ্গাইলে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা জেলা জজ কোর্ট প্রাঙ্গণের পাশে হেলিপ্যাড এলাকায় ‘মার্চ ফর জাস্টিং’ কর্মসূচি পালন করেছে। এ সময় তারা পুলিশি বেষ্টনীর মধ্যে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে কোর্ট এরিয়া এবং শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করেন। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর নিকট তাদের দাবি-দাওয়া জানিয়ে স্মারকলিপি প্রদান করেন। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews