1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইবি'র নতুন উপাচার্য হলেন অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শাহবাগে ছাত্রদলের সমাবেশে রাকিবুল: ছাত্রদলকে রুখতে পারবে না কেউ ইসলামে বন্ধুর মর্যাদা ও সঠিক বন্ধু নির্বাচনের গুরুত্ব কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজের সাথে কুকুরের ধাক্কা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনেই বিচার পরিচালিত হবে: তাজুল এনসিপির সমাবেশ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন সারজিস মার্চ ফর জাস্টিস অংশ নেয়া  শিক্ষকদের প্রত্যাশা ও প্রাপ্তি ত্রয়োদশ নির্বাচনে বিএনপি’র ১০০ আসন চূড়ান্ত, ২০০ আসনে মনোনয়ন প্রত্যাশী দেড় হাজার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ খুলছে আজ নির্বাচন সামনে রেখে নতুন ডিসি নিয়োগের প্রস্তুতি পেকুয়ায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ যুবক আটক

ইবি’র নতুন উপাচার্য হলেন অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ জন খবরটি পড়েছেন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৪তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আগামী চার বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। প্রায় দেড় মাস পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নতুন নিয়োগ দেয়া হলো।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ এর ১০(১) ধারা অনুসারে অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহর সংক্ষিপ্ত পরিচিতি ও শিক্ষাগত যোগ্যতা: অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন এবং একই বিভাগের প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষক ও প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইবি’র সাদ্দাম হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি Macquarie University, Australia থেকে আইন বিষয়ে Master’s of Philosophy (MPhil) এবং Doctored of Philosophy (PhD) সম্পন্ন করেছেন। তার গবেষণার ক্ষেত্র এবং অভিজ্ঞতার বিস্তৃতি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে।

অধ্যাপক নসরুল্লাহ দেশের অন্যতম প্রভাবশালী ও প্রতিভাবান শিক্ষাবিদ হিসেবে পরিচিত। তার সুদীর্ঘ ও অভিজ্ঞতাপূর্ণ ক্যারিয়ার তাকে শিক্ষার্থীদের মধ্যে একজন আদর্শ ও প্রিয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া শিক্ষার্থী ও শিক্ষক সমাজে অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহর এই নিয়োগের ব্যাপারে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা আশা করছেন, নতুন ভিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং প্রশাসনিক কাঠামোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। যমুনা নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews