লেবাননে হামলা আরও বিস্তৃত করেছে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে সম্মুখ লড়াই চলছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর যোদ্ধাদের।
লেবাননে প্রায় তিন সপ্তাহ ধরে চালানো ইসরায়েলি হামলায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে ১২ লাখ মানুষ। প্রায় দুই লাখ মানুষ সিরিয়ায় আশ্রয় নিয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলের হামলায় গত প্রায় এক বছরে দেশটিতে দুই হাজারের বেশি প্রাণহানি হয়েছে।
লেবানেন ইসরায়েলের বিমান হামলায় ২৭ সেপ্টেম্বর নিহত হন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এর দুই দিন পর দক্ষিণ সীমান্ত দিয়ে লেবাননে স্থল হামলা শুরু করে ইসরায়েল। পরদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর মধ্য দিয়ে এক বছর ধরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলা আন্তসীমান্ত সংঘাত সর্বাত্মক একটি যুদ্ধের রূপ ধারণ করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, ২০০৬ সালে ইসরায়েল–হিজবুল্লাহর লড়াইয়ের সময়ও এত বিস্তৃত হামলা হয়নি লেবননে। এবার এমন কিছু এলাকায় ইসরায়েল হামলা চালিয়েছে, যেখানে ২০০৬ সালের বড় সংঘাতের সময়ও হামলা হয়নি।
মুখোমুখি লড়াই
হিজবুল্লাহ গতকাল শনিবার জানায়, লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের লড়াই চলছে। অনেক স্থানে ইসরায়েলি সেনাদের প্রতিহত করা হয়েছে। সীমান্তের অদূরে যোদ্ধারা ইসরায়েলের একটি ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পাশাপাশি গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার রামাত ডেভিড বিমানঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননে তাদের স্থল হামলা অব্যাহত রয়েছে। লড়াইয়ে এক সপ্তাহে আড়াই শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন।
গতকাল হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ধ্বংস করেছে বলে দাবি ইসরায়েলের। ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, এসব স্থাপনায় অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক মজুত করে রেখেছিল হিজবুল্লাহ। সীমান্তের কাছে হিজবুল্লাহর একটি সুড়ঙ্গ ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গতকাল লেবাননের দক্ষিণাঞ্চলে একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের দাবি, ওই মসজিদের ভেতর হিজবুল্লাহর কমান্ড সেন্টার ছিল। ইসরায়েলি সেনা ও ইসরায়েলের ওপর হামলার পরিকল্পনা বাস্তবায়ন করা হতো সেখান থেকে।
এ ছাড়া বৈরুত ও আশপাশের এলাকায় বিমান থেকে বোমা হামলা চালায় ইসরায়েল। বৈরুতের দক্ষিণের দাহিয়েহ অঞ্চলে গতকাল সন্ধ্যায় ইসরায়েলি বোমা হামলার খবর পাওয়া যায়। একই সময় বৈরুতে আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরেও বিমান হামলা হয়েছে। গতকাল লেবাননের পূর্বাঞ্চলীয় শহর জাওতারে বালবেকেও বোমা হামলার ঘটনা ঘটে। প্রথম আলো