বিলাল মাহিনী
শিশুটি মূর্ছা যাচ্ছে নিঃশ্বাস নিতে ঢের পয়সা খরচা হচ্ছে তবুও বেঁচে থাকার আশা ছাড়ে না মমতাময়ী শিশুটি ভালোবাসে নির্জনতা,একাকিত্ব পছন্দ করে রাতের চাঁদ, শুভ্র মেঘ,জোনাকি নিভৃতে আগলে রাখতে চায় খেলার পুতুল, সাজাতে চায়- বেনারসি সাজে, মখমলে বাসনে শিশুটি স্তন চুষে খায় ফুপিয়ে ফুপিয়ে আপাদমস্তক চেয়ে থাকে অপলক বিষাদ ছুয়ে যায়, দূরত্বে অকথনে অযত্নে পিঠ পুড়ে যায় ভাদ্দুরে বর্ষায় শিশুটি সংসার বোঝে না প্রেম বোঝে না বোঝে শুধু ক্ষুধার চিৎকার সমুদ্র তটের শুষ্ক বালুকণা সিক্ত হয় হৃদয়ের ক্রন্দনে জুলুমের সংসার ছেড়ে বিহঙ্গের সাথে পাখা মেলতে চায় শিশু মন, কবি মাত্রেই শিশু !
১৪-১১-২৪