1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেসের পরিত্যক্ত ভবনে চলছে চিকিৎসাসেবা, যেকোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা - টেলিগ্রাফ বাংলাদেশ
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণায় শ্যামনগরে আনন্দ মিছিল কুড়িগ্রামে হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা সাজু গ্রেফতার জেপিসি কমিটির বিরুদ্ধে মুসলিমসহ ভিন্নমত দমনের অভিযোগ মহাকুম্ভে পুণ্যার্থীদের জন্য মসজিদ-মাদ্রাসা ও ইমামবাড়ীর দরজা খুলে দিলেন মুসলিমরা আওয়ামী লীগ ও বিএনপির লড়াইয়ে রণক্ষেত্র ফুসরা গ্রাম, আহত ৮ ফাঙ্গিও-মসের চালানো মার্সিডিজ স্ট্রিমলাইনার বিক্রি হলো ৬৫০ কোটি টাকায় দাবি না মানলে রেললাইন ছাড়ব না, শিক্ষার্থীদের হুঁশিয়ারি শেখ হাসিনাকে এক শ কোটি টাকা ঘুষ দেয়া, সিমিন রহমানের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য লেখনী ও চিত্রে বাংলা ভাষা আন্দোলন ও অমর একুশ রুপালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের মাঝে চেক বিতরণ

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেসের পরিত্যক্ত ভবনে চলছে চিকিৎসাসেবা, যেকোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে। যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে চলছে চিকিৎসাসেবা। যেকোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা, ছাদের বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে ভবনের বিভিন্ন অংশে। জরাজীর্ণ এই ভবনে নিরাপত্তাহীনতায় ভুগছে রোগী, ডাক্তার, নার্সসহ ভুক্তভোগীরা। এতে করে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। নতুন ভবনের বিষয়ে চাহিদাপত্র দেয়া হলেও কোনো রকম উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

জানা যায়, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবনটি ১৯৭০সালে নির্মাণ করা হয়। নির্মাণের প্রায় ৮বছর পর ৩১শয্যায় শুর” হয় স্বাস্থ্যসেবা কার্যক্রম। পরবর্তীতে যা ৫০শয্যায় উন্নীত করা হয়েছে। প্রতিদিন অভয়নগর উপজেলাসহ পার্শ্ববর্তী ফুলতলা, মনিরামপুর,বসুন্দিয়া ও নড়াইলসহ বিভিন্ন অঞ্চল থেকে শতশত রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। ৫০ শয্যার হাসপাতালটিতে প্রতিদিন শতাধিক রোগী ভর্তি থাকে। বেড সংকুলান না হওয়ায় ওয়ার্ড ও বারান্দার মেঝেতে ঝুঁকিপূর্ণ অবস্থায় রোগীদের চিকিৎসা সেবা নিতে হয়।

বর্তমানে পুরো ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে রড বেড়িয়ে পড়েছে। সিলিং ফ্যানের জীর্ণদশা। কয়েকবার ফ্যান পড়ে রোগীরা জখমও হয়েছেন। ইতোমধ্যে ভেঙ্গে পড়েছে ছাদের বড় একটি অংশ। বিভিন্ন সময় পলেস্তারা খসে পড়ে রোগী ও সেবিকারা আহত হবার ঘটনাও ঘটেছে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ নারী ও শিশু ওয়ার্ডের ছাদ। ভাঙ্গাচোরা ও জরাজীর্ণ ছাদের নিচে নারী ও শিশুদেরকে রেখে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। তবে গত বছর ফেব্রুয়ারিতে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। কিন্তু বিকল্প ভবন না থাকায় ঝুঁকি নিয়ে এ ভবনে চলছে চিকিৎসাসেবা কার্যক্রম।

চিকিৎসা নিতে আসা পায়রা ইউনিয়নের পায়রা গ্রামের বাসিন্দগা রাবেয়া বেগম বলেন, আমার শিশুটি অসুস্থ হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করি। মাথার ওপর দেখি ছাদের পলেস্তারা খসে পড়ে খোঁয়া দেখা দিয়েছে। ভয়ে আছি যেকোন মুহূর্তে গায়ে পড়তে পারে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা ফরিদা পারভীন বলেন,জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। জানিনা কখন এই ছাদ ভেঙে আহত হয়ে আমাদের চিকিৎসা নিতে হয়।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলিমুর রাজীব বলেন, বিভিন্ন সময় ছাদের পলেস্তারা খসে পড়ে সেবাদানকারী ও রোগীরা আহত হওয়ার ঘটনা ঘটেছে। আমি যতদূর জানি, বিষয়টি লিখিতভাবে চাহিদাপত্র দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
যশোর জেলা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক জানান, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews