নিজস্ব প্রতিবেদক।। যশোরের বাঘারপাড়ায় খানপুর ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান পরিষদের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার ( ৬ জানুয়ারি ) খানপুর ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান পরিষদের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রতিষ্ঠান টি গ্রামের ৯৫ জন দরিদ্রদের কে শীতবস্ত্র হিসেবে কম্বল দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি খালিদ বিন ইউছুপ । এ সময় উপস্থিত ছিলেন ,খানপুর ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান পরিষদের সাধারন সম্পাদক কাজি মনিরুল ইসলাম,মাষ্টার আনোয়ারুল ইসলাম, খানপুর বাজার কমিটির সভাপতি ব্যবসায়ী অশোক বিশ্বাস,কানাইলাল মন্ডল (মহুরি) সহ ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান পরিষদের সদস্যবৃন্দ এবং গ্রামের অনেকে। তীব্র শীতে কম্বল পেয়ে দরিদ্র মানুষেরা খুব খুশী হয়েছেন। তারা আল্লাহর কাছে শুকরিয়া এবং প্রতিষ্ঠান্টির কর্মকর্তাদের কে ধন্যবাদ জানান।
উল্যেখ্য ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান পরিষদ গত ২৪ ডিসেম্বর একইভাবে গ্রামের ৮৬ জন দরিদ্র পুরুষ,নারী ও শিশুদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন।