কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, বেকারত্ব সমস্যার সমাধানে না ইউপিএ সরকার পেরেছে, না এনডিএ সরকার। সোমবার লোকসভায় যুবকদের কর্মসংস্থানের সুযোগ নিয়ে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।
এদিন লোকসভার অধিবেশন শুরু হলে কংগ্রেস মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনায় আলোচনার দাবি জানিয়ে বিক্ষোভ দেখায়। একই দিনে ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪-এর যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) প্রতিবেদনও লোকসভায় পেশ করা হয়।
প্রতিবেদনে বিরোধী দলগুলো দাবি করেছে, এই বিল মুসলিম সম্প্রদায়ের সাংবিধানিক অধিকারের ওপর আঘাত হানবে। এআইএমআইএম-প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এবং কংগ্রেস এমপি সৈয়দ নাসির হুসেন অভিযোগ করেছেন, তাদের ভিন্ন মতামতের কিছু অংশ অনুমতি ছাড়াই কেটে দেওয়া হয়েছে। নাসির হুসেন জেপিসি কমিটির বিরুদ্ধে বিরোধী কণ্ঠ দমন করার চেষ্টার অভিযোগ তুলেছেন।
জেপিসি ওয়াকফ বিলের ২৫টি সংশোধনী অনুমোদন করেছে। যার মধ্যে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও এতিমদের জন্য ওয়াকফ থেকে সুবিধা নিশ্চিত করা।