ডেস্ক নিউজ। ঢাকার কচুক্ষেত, উত্তরা ও আগারগাঁওয়ে র্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) তিনি দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে এসব স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ভারতীয় সাংবাদিক অর্ক দেব আগারগাঁওয়ের একটি ইলেকট্রিক চেয়ারের ছবি ফেসবুকে পোস্ট করে জানান, এটি ‘হাই ভ্যালু’ বন্দিদের ইলেকট্রিক শক দেয়ার জন্য ব্যবহার করা হতো।
মাইকেল চাকমা নামে এক বন্দীর ভাষ্য অনুযায়ী, সেখানে ১১৩ নম্বর সেলে তাকে প্রায় দুই বছর বন্দি রাখা হয়েছিল।
পরিদর্শন শেষে অধ্যাপক ইউনূস আওয়ামী লীগ শাসনামলকে ‘আইয়ামে জাহিলিয়াত’ বলে উল্লেখ করেন। তিনি গুম কমিশনকে ধন্যবাদ জানান এবং বলেন, এ ধরনের টর্চার সেল সারাদেশে আছে।
তিনি আরও জানান, গুম কমিশনের প্রতিবেদনে আয়নাঘরের ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা হবে এবং এর সঙ্গে জড়িতদের বিচার করা হবে।