ডেস্ক নিউজ।
পবিত্র কুরআনের হাফেজ যমজ দুই ভাই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এবং অন্যজন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন।
হাফেজ মো. মুজাহিদুল ইসলাম বুয়েটে এবং হাফেজ মো. আজহারুল ইসলাম চুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রায়চোঁ গ্রামের বাসিন্দা এই দুই ভাই। তাদের বাবা হাফেজ মো. আবুল কাশেম হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অভিভাবক প্রতিনিধি এবং স্থানীয় বাজারের একজন ব্যবসায়ী।
যমজ ভাইদের পরিবারের সদস্যরা জানান, তারা ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসা থেকে একসঙ্গে কুরআন মুখস্থ করেছেন। এরপর হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ এবং হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন।
এই দুই ভাই চার ভাইয়ের মধ্যে সবার ছোট। তাদের বড় দুই ভাইও উচ্চশিক্ষিত।