1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
অভয়নগরে ১কোটি ৩০ লাখ টাকার ইউরিয়া সার লোপাট; থানায় মামলা আটক-২ - টেলিগ্রাফ বাংলাদেশ
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে তালের রস খেয়ে একই পরিবারের ৬ সদস্য হাসপাতালে বিশ্বজুড়ে নারকেল হাহাকার, দাম বাড়ছে আকাশপানে ১৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার অর্থ ফেরাতে নতুন উদ্যোগ যশোরে বাউবির এসএসসি প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি নিহত বাঘারপাড়ায় ধানক্ষেতে পোকা আর ঝড়ের ভয়, কৃষকেরা দিশেহারা শরণখোলায় অপহরণ করে বিষ প্রয়োগ ও ছুরিকাঘাতে হত্যা শ্যামনগরে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১ শ্যামনগর থানা মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন – এসপি মনিরুল ইসলাম শ্যামনগর উপকূলে নদী রক্ষা বাঁধে ভয়াবহ ফাটল, আতঙ্কে গ্রামবাসী

অভয়নগরে ১কোটি ৩০ লাখ টাকার ইউরিয়া সার লোপাট; থানায় মামলা আটক-২

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৪৭ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে ৯ হাজার ২শ’ ৮০ বস্তা
ইউরিয়া সার (যার মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা) লোপাট করেছে সিন্ডিকেট চক্র। এ ব্যাপারে গত ১৪ মার্চ অভয়নগর থানায় মামলা রুজু হয়। মামলা রুজুর পর যশোর ডিবি পুলিশ ২জনকে আটক করেছে।

সরকারি এই ইউরিয়া সার নির্দিষ্ট সময়ে বাফার গুদামে পৌঁছিয়ে না দিয়ে তা অন্যত্র বিক্রি করে দিয়েছে বলে জানিয়েছে ওই চক্রের সদস্য। এদিকে প্রশাসনের দৃষ্টি ঘোরাতে সংশ্লিষ্ট দুই চক্র পরস্পরকে দোষী করে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করেছে।

অভয়নগর থানায় অভিযোগসুত্রে জানা যায়, সম্প্রতি দেশের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সামিট এ্যাসোসিয়েটস-এর আমদানী করা ইউরিয়া সার পরিবহন ও হ্যান্ডলিং ঠিকাদার মেসার্স নভো ট্রেড এন্ড ট্রান্সপোর্টের প্রতিনিধি উপজেলার ধোপাদি গ্রামের দীন মোহাম্মাদ মোল্যার ছেলে মোস্তাফিজুর রহমান মিল্টন বাদী হয়ে ৪জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

আসামীরা হচ্ছেন, উপজেলার ভাঙ্গাগেটস্থ মেসার্স শাহরিয়ার ট্রান্সপোর্টের মালিক যশোর জেলার কোতয়ালী থানার
চাউলিয়া গ্রামের নুর ইসলাম মোল্যার ছেলে মো. মিলন হোসেন (৪৫),নওয়াপাড়া গ্রামের মো. কেরামত আলী ছেলে মো. আবু বক্কার,বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা গ্রামের মো. শাহাজান আলীর ছেলে মো. রমজান আলী ও বাঘারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের অনাথ সাহার পুত্র উজ্জল কুমার সাহা। এর মধ্যে ১নং আসামী মিলন হোসেন ও ৪নং আসামী উজ্জল কুমার সাহা আটক হলেও বাকি দুই আসামীকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, মামলার ১নং আসামী মো. মিলন হোসেনের সাথে বাদী মিল্টন সরকারি বিসিআইসি’র ইউরিয়া সার অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামস্থ সিরাজ মিয়ার ঘাট, মুজিবর রহমান খাঁনের ঘাট ও আজাহার সরদারের ঘাট থেকে ফরিদপুর টেপাখোলা বাফার গোডাউনে পাঠানোর জন্য উভয়ে চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী গত ৩ ফেব্রুয়ারি-২০২৫ তারিখ থেকে ১৬ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত উক্ত তিনটি ঘাট থেকে বিভিন্ন ট্রাকযোগে মোট ৭ হাজার ১শ’ ৪০ বস্তা সরকারি বিসিআইসির ইউরিয়া সার যার ওজন ৩শ’ ৫৭ মেট্রিক টন সরানো হয়। যার বাজার মূল্য বস্তা প্রতি ১ হাজার ৪শ’ টাকা হারে ৯৯ লাখ ৯৬ হাজার টাকা। উক্ত ৭ হাজার ১শ’ ৪০ বস্তা সরকারি বিসিআইসির ইউরিয়া সার লোড করে বিবাদী মো. মিলন হোসেন উক্ত সার ফরিদপুর টেপাখোলা বাফার গোডাউনে পৌঁছে দেয়নি।

মিল্টন আরো জানান, আমি উপায়ন্ত না পেয়ে মিলন হোসেনের সাথে যোগাযোগ করলে মিলন ড্রাইভারদের সাথে কথা বলে জানাচ্ছি বলে বিভিন্ন ধরণের তালবাহানা করতে থাকে। পরবর্তীতে জানতে পারি প্রায় ১ কোটি টাকার সার মিলন হোসেন অন্যত্র বিক্রি করে আত্মসাৎ করেছে।

এ ব্যাপারে অভয়নগর উপজেলার কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, আমি বিষয়টি শুনেছি কিন্তু এই চক্র এতো বড় যে, এদের কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। তবে মামলা হয়েছে এবং দুইজনকে আটকও করা হয়েছে। আস্তে আস্তে সব খবর বের হবে। সার নিয়ে কোনো কেলেংকারী সরকার সহ্য করবে না।

অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী জানান, সার নিয়ে কেলেংকারীতে জড়িয়ে এই মোকাম ও সরকারের ক্ষতি করছে একটি চক্র। তাদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা কাজ করছে দ্রুত সকলকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews