যশোর প্রতিনিধি। যশোরের চুড়ামনকাটিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৫০) নামে এক সবজি বিক্রেতার প্রাণহানি ঘটেছে। শুক্রবার সকালে চুড়ামনকাটি ঋষিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাকির হোসেন সকালে তার সঙ্গী মাস্টার মোস্তাফিজুর রহমানের সাথে একটি অটো ভ্যানে করে সবজি বিক্রি করতে চুড়ামনকাটি বাজারে যান। সবজি বিক্রি শেষে তারা যখন ভ্যানে করে বাড়ি ফিরছিলেন, তখন সকাল সাড়ে আটটার দিকে ঋষিপাড়া এলাকায় আকস্মিকভাবে একটি ছাগল তাদের ভ্যানের সামনে চলে আসে।
ছাগলটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি উল্টে যায় এবং জাকির হোসেনের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই বেলা এগারোটার দিকে তার মৃত্যু হয়।
এই দুর্ঘটনায় আহত হয়েছেন মাস্টার মোস্তাফিজুর রহমান। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ইতোমধ্যে লাশের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ শুরু করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।