ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে সোমবার সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।
এসময় ইসরায়েলি পণ্য বয়কট এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা।
সোমবার (৭ এপ্রিল) বিকালে শ্যামনগর থানা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শ্যামনগরের সর্বস্তরের উলামায়ে কেরামের ও তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নাকিপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেসি কমপ্লেক্স চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা জানান, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের নিরপরাধ মানুষকে হত্যা করছে, শিশুরা পর্যন্ত ইসরায়েলি দখলদার বাহিনীর হাত থেকে রক্ষা পাচ্ছে না। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা।
এসময় ইসরায়েলের অর্থনীতিকে দুর্বল করতে দেশটির পণ্য বয়কটের আহ্বান জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার দাবি করেন তারা।
এছাড়াও উপজেলার আটুলিয়ার নাওয়াবেঁকী বাজার এলাকায় বিক্ষোভ করে স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। এছাড়াও গাবুরা, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জসহ উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।