ডেস্ক নিউজ।
খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস আর নেই। সোমবার ভ্যাটিকান কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। ৮৮ বছর বয়সে ভ্যাটিকানে কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তিনি।
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পোপ ফ্রান্সিস। তাঁর শারীরিক অবস্থা কয়েকবার গুরুতর পর্যায়ে পৌঁছালে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। কয়েকদিন আগে তিনি হাসপাতাল থেকে নিজ বাসভবনে ফিরে আসেন।
১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জর্জ মারিও বারগোগ্লিও নামে জন্মগ্রহণ করেন পোপ ফ্রান্সিস। ২০১৩ সালে পোপ ষোড়শ বেনেডিক্টের পদত্যাগের পর তিনি পোপ নির্বাচিত হন এবং ফ্রান্সিস নাম গ্রহণ করেন।
১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ক্যাথলিক গির্জার উদারনীতি ও সংস্কারের জন্য পরিচিত ছিলেন। ধর্মযাজকের হাতে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং কানাডার আদিবাসীদের কাছে ক্ষমা চেয়ে তিনি আলোচনার জন্ম দেন। সমলিঙ্গের যুগলদের আশীর্বাদ করতে রোমান ক্যাথলিক যাজকদের অনুমতি দেন তিনি।
পোপ ফ্রান্সিস ২০১৭ সালের নভেম্বরে বাংলাদেশ সফরে এসেছিলেন। এ সময় তিনি ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করে সবার পক্ষ থেকে তাঁদের কাছে ক্ষমাপ্রার্থনা করেন।