ডেস্ক নিউজ।
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ ও সুরাটে যৌথ বাহিনীর অভিযানে এক হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতভর চলা এই অভিযানের তথ্য আজ শনিবার জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আহমেদাবাদ থেকে ৮৯০ জন এবং সুরাট থেকে ১৩৪ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিযান বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।
মন্ত্রী হর্ষ সাংঘভি জানান, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থানের সময় জাল নথি ব্যবহার করেছিলেন। তিনি আরও বলেন, এদের মধ্যে অনেকে মাদক চোরাচালান ও মানবপাচারের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে দুজন আল-কায়েদার স্লিপার সেলে সক্রিয়ভাবে কাজ করেছেন বলেও তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্তারিত তদন্ত চালানো হবে এবং শিগগিরই তাদের নিজ দেশে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে, যারা জাল নথি প্রস্তুত করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল পুলিশ।