1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাইরোবিতে এমপি কে গুলি করে হত্যা - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কলারশিপের ফাঁদে ডিআইইউ শিক্ষার্থীরা! প্রশাসনের কঠোর ব্যবস্থা আসছে ধরালীতে প্রাকৃতিক তাণ্ডব: ৩৬০ মিলিয়ন ঘনমিটার ধ্বংসাবশেষে গ্রাম নিশ্চিহ্ন উন্নয়ন কাজের অর্থ আত্মসাত: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার পটুয়াখালীতে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুড়িগ্রাম উলিপুরে সমাজসেবা কর্মকর্তা সেজে  প্রতারণা, জনতার হাতে যুবক আটক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দিতে তথ্য চাইল মাউশি কুড়িগ্রামে কোমল পানির সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার গাড়ির ভেতর থেকে উদ্ধার হলো কোরিয়ান অভিনেতা সং ইয়ং-কিউয়ের মরদেহ জুলাই আন্দোলন সবার – লন্ডনে দোয়া মাহফিলে তারেক রহমান শাহজালাল বিমানবন্দরে দোহা ফ্লাইট থেকে ৮ কেজি স্বর্ণ জব্দ

নাইরোবিতে এমপি কে গুলি করে হত্যা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩৬ জন খবরটি পড়েছেন

কেনিয়ার রাজধানী নাইরোবিতে এক সংসদ সদস্য হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত ও লক্ষ্যযুক্ত’ বলে আখ্যা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট দায়ীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছেন।

নাইরোবি থেকে এএফপি জানায়, পশ্চিম কেনিয়ার কাসিপুল এলাকার এমপি চার্লস ওঙ্গ’ওন্ডো ওয়ারে গাড়ি থামিয়ে রেড সিগন্যালে অপেক্ষারত অবস্থায় গুলি করা হয়। অজ্ঞাত বন্দুকধারী মোটরসাইকেলে করে এসে হামলা চালিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পূর্ব আফ্রিকার অস্থির হর্ন অঞ্চলে তুলনামূলকভাবে স্থিতিশীল দেশ হিসেবে পরিচিত কেনিয়ায় রাজনৈতিক হত্যাকাণ্ড বিরল ঘটনা।

প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গভীর শোক প্রকাশ করে বৃহস্পতিবার এক্সে (সাবেক টুইটার) বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।’ তিনি পুলিশকে ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানান।

পুলিশ সূত্র জানায়, নাইরোবির প্রধান সড়ক এনগং রোডে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট (জিএমটি ১৬৩০) নাগাদ গাড়ির সামনের আসনে বসা অবস্থায় এমপিকে গুলি করা হয়। এক বন্দুকধারী মোটরসাইকেল যাত্রী এই হামলা চালায়।

জাতীয় পুলিশ বাহিনীর মুখপাত্র মুচিরি নিয়াগা বলেন, ‘এই অপরাধের ধরন থেকে এটি পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক বলে প্রতীয়মান হয়।’

বন্দুকধারীর পালিয়ে যাওয়ার পর গাড়িচালক ওয়ারে-কে দ্রুত নাইরোবি হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পরপরই তাকে মৃত ঘোষণা করা হয়।

হামলার পর তোলা ছবিতে দেখা যায়, গাড়ির সামনের যাত্রী পাশের জানালা চূর্ণ-বিচূর্ণ, আর সিটের ওপর রক্তের দাগ স্পষ্ট। ফরেনসিক দল গাড়িটি পরীক্ষা করে।

হামলার সময় গাড়িতে থাকা চালক ও অপর এক পুরুষ যাত্রী অক্ষত ছিলেন বলে জানায় পুলিশ।

নিয়াগা বলেন, ‘এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আমরা এই ঘৃণ্য ও অমানবিক অপরাধের নিন্দা জানাচ্ছি এবং তদন্তে কোনো প্রয়াসই বাকি রাখব না।’

‘মাটির সন্তান হারালাম’

কেনিয়ার জাতীয় সংসদের স্পিকার মোসেস ওয়েটাঙ্গুলা বলেন, ‘দেশ একজন বিশিষ্ট আইনপ্রণেতাকে হারাল।’ বুধবার রাতে ফেসবুকে এক পোস্টে তিনি লিখেন, ‘ওয়ারে ছিলেন তার নির্বাচনী এলাকার নির্ভীক কণ্ঠস্বর, গণতান্ত্রিক আদর্শ ও জনসেবার প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ একজন মানুষ।’

ওয়ারে দ্বিতীয় দফায় সংসদ সদস্য ছিলেন এবং বর্ষীয়ান রাজনীতিক রাইলা ওডিঙ্গার নেতৃত্বাধীন অরেঞ্জ ডেমোক্র্যাটিক মুভমেন্ট (ওডিএম)-এর সদস্য ছিলেন।

ওডিঙ্গা বলেন, ‘আমরা এ মাটির এক সাহসী সন্তানকে হারালাম।’

উল্লেখ্য, ২০২২ সালের নির্বাচনে রুটোর কাছে পরাজিত হয়ে ফলাফল চ্যালেঞ্জ করেছিলেন ওডিঙ্গা। তবে সাম্প্রতিক মাসগুলোতে তিনি রুটোর সঙ্গে রাজনৈতিক জোটে এসেছেন।

ওয়ারে পশ্চিম কেনিয়ার গ্রামীণ এলাকা হোমা বে কাউন্টির কাসিপুল আসন থেকে সংসদ সদস্য ছিলেন।

অন্যান্য রাজনীতিবিদরাও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। এমপি লিলিয়ান গোগো সতর্ক করে বলেন, ‘হোমা বে রাজনীতিতে সহিংসতার একটি তরঙ্গ ক্রমশ ছড়িয়ে পড়ছে।’

তিনি বলেন, ‘এটি শেষ পর্যন্ত একজন সংসদ সদস্যের জীবন কেড়ে নিলেন—যিনি ছিলেন জনগণের সেবক।’

উল্লেখ্য, ২০১৫ সালে কেনিয়ার আরেক এমপি ও প্রখ্যাত শ্রমিক নেতা জর্জ মুচাইকে নাইরোবিতে গুলি করে হত্যা করা হয়েছিল।বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews