1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খাদ্য লুটপাটের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কলারশিপের ফাঁদে ডিআইইউ শিক্ষার্থীরা! প্রশাসনের কঠোর ব্যবস্থা আসছে ধরালীতে প্রাকৃতিক তাণ্ডব: ৩৬০ মিলিয়ন ঘনমিটার ধ্বংসাবশেষে গ্রাম নিশ্চিহ্ন উন্নয়ন কাজের অর্থ আত্মসাত: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার পটুয়াখালীতে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুড়িগ্রাম উলিপুরে সমাজসেবা কর্মকর্তা সেজে  প্রতারণা, জনতার হাতে যুবক আটক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দিতে তথ্য চাইল মাউশি কুড়িগ্রামে কোমল পানির সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার গাড়ির ভেতর থেকে উদ্ধার হলো কোরিয়ান অভিনেতা সং ইয়ং-কিউয়ের মরদেহ জুলাই আন্দোলন সবার – লন্ডনে দোয়া মাহফিলে তারেক রহমান শাহজালাল বিমানবন্দরে দোহা ফ্লাইট থেকে ৮ কেজি স্বর্ণ জব্দ

খাদ্য লুটপাটের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৫২ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

সর্বাত্মক ইসরাইলি অবরোধে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় চরমে পৌঁছেছে খাদ্যসংকট। এর মধ্যেই আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর বিভিন্ন খাদ্যগুদাম ও কমিউনিটি কিচেনে হামলা চালিয়ে লুটপাট করছে বিভিন্ন সশস্ত্র অপরাধী গোষ্ঠী। এরূপ বেশ কয়েকজন অপরাধীকে ধরে খাদ্য লুটপাটের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করেছে স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধারা। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হামাসের পক্ষ থেকে জানানো হয়, এসব অপরাধী ইসরাইলের সঙ্গে যোগসাজশ করে গাজাজুড়ে খাদ্যগুদাম ও কমিউনিটি কিচেনে লুটপাট করছে। লুটপাটের এক ঘটনায় সশস্ত্র অপরাধীদের হামলায় ফিলিস্তিনি এক পুলিশ কর্মকর্তা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাজা দপ্তর থেকে শনিবার এক বিবৃতিতে জানানো হয়, ‘এসব অপরাধীকে শক্ত হাতে দমন করা হবে এবং যে কোনো মূল্যে তাদের নিরস্ত্র করা হবে। জনগণকে আতঙ্কিত করা, তাদের জীবনকে হুমকির মুখে ফেলা এবং তাদের সম্পদ লুটের কোনো অনুমতি আমরা দেব না।’

গাজার মিডিয়া দপ্তরের পরিচালক ইসমাইল আল-সাওয়াবতা জানান, এসব অপরাধী ইসরাইলের সরাসরি সহায়তায় গাজাজুড়ে লুটপাট করছে। লুটপাটে জড়িতদের প্রমাণের ভিত্তিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা সাফা জানিয়েছে, লুটপাটকারীদের মোকাবিলায় এরই মধ্যে পাঁচ হাজার সদস্যের নতুন এক বাহিনী গঠন করা হয়েছে।

এদিকে হামাসের নিয়ন্ত্রণমুক্ত করে গাজাকে সম্পূর্ণ দখলের জন্য নতুন করে হামলা জোরদারের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরাইলি মন্ত্রিসভা। গতকাল সোমবার ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।

রয়টার্সের খবরে বলা হয়, পরিকল্পনা অনুযায়ী গাজা সম্পূর্ণভাবে দখল না করা পর্যন্ত এ অভিযান চলবে।

অপরদিকে ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানায়, পরিকল্পনার মধ্যে গাজা দখল ও নিয়ন্ত্রণ বজায় রাখা, গাজার জনগণকে তাদের নিরাপত্তার জন্য দক্ষিণে স্থানান্তরিত করা অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজার ফিলিস্তিনিদের স্বেচ্ছা অভিবাসনের জন্য উৎসাহিত করতে পদক্ষেপ নেওয়া হবে বলে খবরে জানানো হয়।

এরই মধ্যে গাজায় অব্যাহত রয়েছে ইসরাইলি আগ্রাসন। গতকাল সোমবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বিবৃতিতে বলা হয়, আগের ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ২৩ জন নিহত এবং আরো ১১৯ জন আহত হয়েছেন। সব মিলিয়ে ১৯ মাসের আগ্রাসনে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৫৬৭ এবং আহতের সংখ্যা এক লাখ ১৮ হাজার ৬১০ জন। আমার দেশ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews