1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
ঝিনাইদহে বজ্রপাতে নিহত দুই কৃষক - টেলিগ্রাফ বাংলাদেশ
শনিবার, ১০ মে ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান এনসিপির ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব’—অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আব্দুল হামিদের দেশত্যাগে সরকার নির্লিপ্ত? তারেকের অভিযোগ কাশিমপুর মহিলা কারাগারে সেলিনা হায়াৎ আইভী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার শ্যামনগরে দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া “সাগর পাড়ের জীবন যুদ্ধ” অনুষ্ঠিত শরণখোলায় গরু চুরি করে জবাই দিয়ে মাংস নিয়ে যাচ্ছে চোর চক্র  পাকিস্তান-ভারত সংঘাত: ড্রোনে হামলা, পাল্টা জবাবে উত্তেজনা জাতিসংঘের প্রতিবেদন বিবেচনায়, আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিত ভারতের হ্যারোপ ড্রোন ভূপাতিত করছে পাকিস্তান

ঝিনাইদহে বজ্রপাতে নিহত দুই কৃষক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১২ জন খবরটি পড়েছেন
বজ্রপাতে মৃত্যু-বিডিটেলিগ্রাফ
বজ্রপাতে মৃত্যু-বিডিটেলিগ্রাফ

ঝিনাইদহের সদর উপজেলায় পৃথক বজ্রপাতে মিরাজুল ইসলাম (২৫) ও অলিয়ার রহমান (৫০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের পশ্চিম বিষয়খালী ও মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে।

মৃত মিরাজুল ইসলাম গান্না ইউনিয়নের পশ্চিম বিষয়খালী গ্রামের শাহাজ্জেল হোসেনের ছেলে। অপর মৃত ব্যক্তি অলিয়ার রহমান মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।

স্থানীয় স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলম বাসস কে জানান, সকালে মাঠে ধান বাঁধতে যান মিরাজুল। সকাল সাড়ে ১০টার পরে আকষ্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় অন্যরা নিরাপদ স্থানে আশ্রয় নিলেও বজ্রপাতের কবলে পড়েন মিরাজুল। পরে আহতাবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে মৃত অলিয়ার রহমানের স্বজনরা জানায়, সকালে মাঠে ধান গোছানোর কাজে বাড়ি থেকে বের হন অলিয়ার। বেলা ১১টার দিকে তুমুল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় মাঠে থাকাবস্থায় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান বাসস কে বলেন, বজ্রপাতের শিকার হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বাসস কে জানান, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews