ডেস্ক নিউজ।
চার মাস পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। মঙ্গলবার দুপুর ১টা ২৬ মিনিটে তিনি ঢাকার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছান। বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। ফিরোজায় খালেদা জিয়াকে স্বাগত জানান তার পরিবারের সদস্য এবং বিএনপি নেত্রীর মেডিকেল বোর্ডের সদস্যরা।
বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কের দুই পাশে হাজার হাজার নেতাকর্মী খালেদা জিয়াকে স্বাগত জানান। এ সময় খালেদা জিয়ার সঙ্গে তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ১৭ বছর পর দেশে ফেরেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়া সুস্থ ও মানসিকভাবে দৃঢ় রয়েছেন। তিনি তার প্রতি ভালোবাসা প্রদর্শন করায় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি গত ৭ জানুয়ারি লন্ডনে যান। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসাধীন ছিলেন। খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে আরও ১৪ জন দেশে ফিরেছেন।