ঢাকা প্রতিনিধি।
ঢাকার কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় লোকমান প্রধানিয়া (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে মাছবাজার সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেন লোকমানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আবদুল্লাহ নোমান নামের এক ব্যক্তি তাঁকে উদ্ধার করে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত লোকমান রাজধানীর বাড্ডা এলাকার একটি বেকারির কর্মী ছিলেন। তার শ্যালক তারেক পাটোয়ারি জানিয়েছেন, লোকমান মগবাজারে একটি কাজে গিয়েছিলেন। দুপুরে তিনি খবর পান লোকমান দুর্ঘটনায় আহত হয়েছেন। হাসপাতালে গিয়ে তিনি মৃত্যুর খবর পান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।