প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগরে বছরব্যাপী বসতবাড়ি ও মাঠ পর্যায়ে নিরাপদভাবে সবজি চাষ ও বৃক্ষরোপন এর জন্য ইনপুট বিতরণ করা হয়। বুধবার (৭ মে) বিডফরসিজে প্রকল্পের আওতায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর পক্ষ থেকে উপজেলার কাশিমারি, মুন্সিগঞ্জ ও আটুলিয়া ইউনিয়নের মোট ২০ জন প্রান্তিক নারীকে মোট ৫ ধরনের ১৫ টি চারা, ৪০ কেজি ট্রাইকো-কম্পোষ্ট, ৫ ধরনের সবজি বীজ, পানির ঝাঝরি, সিডলিং ট্রে ২টি, ফেরোমন ফাদ ২টি, লিওর ১ প্যাকেট, হলুদ ফাঁদ ২টি, ট্রাইকো-ডার্মা পাউডার ১প্যাকেট, মাচাত জাল ১ বান্ডিল ও একটি সাইনবোর্ড প্রদান করা হয়েছে।
প্রকল্প অফিসার রাসেল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা। এ সময় ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেন উপস্থিত ছিলেন।