1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্নীতির অভিযোগে সাবেক এমপি ও স্ত্রীর শত কোটি টাকার সম্পদ জব্দ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

দুর্নীতির অভিযোগে সাবেক এমপি ও স্ত্রীর শত কোটি টাকার সম্পদ জব্দ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৪৯ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তার শত কোটি টাকার সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার একটি বিশেষ জজ আদালত এই আদেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, শাহিন চাকলাদারের নামে থাকা ঢাকাসহ যশোরের ২৬টি স্থাবর সম্পত্তি, তিনটি গাড়ি এবং ১৬টি ব্যাংক হিসাবে থাকা ৩ লাখ ১৫ হাজার শেয়ার জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী ফারহানা জাহান মালার নামে থাকা ১ লাখ ১০ হাজার শেয়ার এবং তিনটি গাড়িও জব্দ করা হয়েছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক এমপি তার উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য থাকাকালীন সময় নিজের ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন। তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ প্রায় ৪২ কোটি ৪৬ লাখ টাকা এবং ২৯টি ব্যাংক হিসাবে ৩৪১ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

মামলায় বলা হয়, এসব অর্থ অপরাধলব্ধ আয় হিসেবে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে বৈধ রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই পরিস্থিতিতে সম্পদগুলো জব্দ না করলে তা অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কা রয়েছে বলে দুদকের পক্ষ থেকে দাবি করা হয়।

দুদকের সহকারী পরিচালক আল আমিন মামলাটি দায়ের করেন। শুনানি শেষে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews