সুন্দরবনের হুলার ভারানী খাল এলাকা থেকে ৪২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৮ মে) এই মাংস উদ্ধার করা হয়। বনরক্ষীদের অভিযানের মুখে মাংস এবং চোরাকারবারীদের ব্যবহৃত একটি নৌকা ফেলে রেখে বনের গভীরে পালিয়ে যায় শিকারীরা।
পূর্ব সুন্দরবনের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে বনরক্ষীরা হুলার খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে ওই নৌকা তল্লাশি করে একটি ককশিটের ভেতর থেকে ৪২ কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়।
সুরজিৎ চৌধুরী আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই হরিণ শিকারের সঙ্গে চারজন জড়িত ছিল। পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত মাংস, জব্দ করা নৌকা এবং পলাতক চারজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বন বিভাগের এই কর্মকর্তা বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে। নদী ও খালগুলোতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে বলেও জানান তিনি।