মহেশপুর প্রতিনিধি। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১৪ নারী ও ৭ শিশুসহ ৩৬ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, বুধবার মাটিলা, কুসুমপুর ও বাঘাডাঙ্গা বিওপির আওতায় পৃথক অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে যশোর, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ, নোয়াখালী ও টেকনাফের বাসিন্দারা রয়েছেন।
আটক হওয়া ১৫ পুরুষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে। অন্যদিকে নারী ও শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম।
এছাড়া, একই ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির পৃথক এক অভিযানে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।